গতকাল থেকে দেখতেছি দেশের নামকরা সব সংবাদ দাতা প্রতিষ্ঠান এক অনলাইন পোর্টালের একটা ব্লগ এর উপর নির্ভর করে নিউজ করতেছে বাংলাদেশ সহ আরও ৮ টি দেশের জন্য ভিসা ব্যান করে দেওয়া হবে ২০২৬ সাল থেকে।
কিন্তু একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মতো পাকিস্তানেরও বর্তমানে হাই প্রফেশন ছাড়া কোনো ভিসা খোলা নেই। কিন্তু ওই ব্লগের লিস্টে পাকিস্তানের নাম নেই।
এমনকি আমিরাত সরকারের কোনো ব্যক্তি, কোনো পোর্টাল কিংবা আমিরাতের কোনো নামকরা সংবাদ দাতা প্রতিষ্ঠান এমন কোনো নিউজ এখনো প্রকাশ করে নাই।
আর বাংলাদেশের নিউজ মাধ্যম গুলো কোনো রকম যাচাই বাছাই না করেই কেউ একজন একটা ব্লগ পোস্ট পোস্ট করলো দেখে ওটার উপর ভংচং লিখে নিউজ করে ফেললো।
আহা সোনার বাংলা। এই যে বন্ধ করে দিবে বলে নিউজ করে নিজেদের পুনটা নিজেরা মারলেন আর এতো এতো মানুষরে আশাহত করলেন কি লাভ হইলো।
যেই নিউজের কোনো ভেরিফাইড ভিত্তিই নাই এমন নিউজ করার কি দরকার।
তার বাদে আরব আমিরাতে একেক রাজ্যোর ভিসা নিয়ম একেকরকম। আর ভিসা অফ রাখবে নাকি অন রাখবে ওটা নির্দিষ্ট রাজ্যোর প্রধানরা সিদ্ধান্ত নেয়।